Homeস্লাইড নিউজশিরোনাম

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ের ৩০টি  প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে ১হাজার ৮’শ

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে জেলা প্রশাসকের সহায়তায় কৃষকদেরকে নগদ অর্থ প্রদান
ত্রাণ নিয়ে প্রত্যন্ত জনপদে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী
খাগড়াছড়িতে শিশু শিক্ষা উপকরণ বিতরণের উদ্বোধন

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ের ৩০টি  প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে ১হাজার ৮’শ টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট রবিবার উপজেলা সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় প্রধান শিক্ষকদের হাতে এ টিফিন বক্স বিতরণ করা হয়।

এ উপজেলা পরিষদের এডিপির বাস্তবায়নের টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের।

এসময় উপস্তিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু ইউসুফ প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।