• December 10, 2024

রামগড়ে ফসলি বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় ১০ একর টিলাভূমির উপর ৩ বছর মেয়াদী গড়েতুলা প্রায় তিনশতাদিক আম ও কমলার চারা গাছ কেটে দিয়েছে  দুর্র্বৃত্তরা।

জানা গেছে, পাতাছড়া ইউনিয়নের শেষ সীমানা গুইমারা সাব জোন থেকে ৫/৬ কিলো পূর্ব দক্ষিণে গতকাল বুধবার (৬জুন) রাত আনুমানিক সাড়ে ১২টার সময় থলিবাড়ি এলাকার মোঃ মোশারফ হোসেন মিলনের বাগানের ফসলী চারা গাছ কেটে মুছড়ে তুলে নিয়েছে দুস্কৃতিকারীরা।

ক্ষতিগ্রস্থ বাগান মালিক মোশারফ হোসেন জানান, তিনি ব্যক্তিগত কাজে চট্টগ্রামে ছিলেন, বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী লোকজন তাকে বিষয়টি অবগত করেন। তবে তিনি জানিয়েছেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে নিয়মিত চাঁদা দিয়ে আসছেন তিনি। তাঁর অভিযোগ শত্রুতা করে নিকটস্থ কোন দুস্কৃতিকারী এ জগন্য কাজটি করেছেন। এব্যাপারে স্থানিয় আইন শৃংখলা বাহিনীকে বিষয়টি অবগত করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post