• July 27, 2024

রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ পালিত

রামগড় (খাগড়াছড়ি): ‘সচেতনতা প্রস্তুতি ও প্রশক্ষিণ, দুর্যোগ মোকবেলার সর্বোত্তম উপায়’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে ।

বুধবার সকালে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিন ব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ও র‌্যালি, ফায়ারের যান্ত্রিক সামগ্রীর প্রদর্শনী ও অগ্নি নির্বাপকের মহড়া প্রদর্শন এর শুভ উদ্বোধন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর নেতৃত্বে র‌্যালিটি ফায়ার সার্ভিস স্টেশন প্রদক্ষিণ করেন। স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরার সার্বিক তত্বাবধানে প্রদর্শনীতে যান্ত্রিক সামগ্রীগুলো পরিচয় করে দেন ফায়ারম্যান আশ্রাফুল হাসান। পরে রামগড় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটি ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী পালন করা হবে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, রামগড় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post