রামগড়ে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭র্মাচ সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
ব্যাংকার ওসমান গনি চৌধুরী’র সঞ্চালনায় উদ্যাপন কমিটির সভাপতি ও ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এতে আরো উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন-এএসপি সার্কেল শিক্ষানবিশি মো: মাযহার, অফিসার ইনর্চাজ সামসুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতীক সেন,ওসি(তদন্ত) মনির হোসেন,নারী সদস্যা কণিকা বড়ুয়া,উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন-সম্পাদক কাজী আলমগীর,মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মফিজুর রহমান,সামাজিক,রাজনৈতিক,বীর মুক্তিযোদ্ধ,সাংষ্কৃতিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,স্থানীয় সাংবাদিকবৃন্দ।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ১০জন অসহায়- গৃহহীনদের হাতে চাবি, প্রতিবন্ধী ১০জন এর মাঝে হুইল চেয়ার বিতরণ শেষে কেক কেটে এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।