রামগড়ে বারুণী মেলায় লোকসমাগমে নিষেধাজ্ঞা জারি
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের কারণে খাগড়াছড়ির রামগড়ে বারুণী মেলায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুধু তাই নয় নির্দেশ অমান্য করে লোকজন সমবেত হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আগামী রবিবার (২২মার্চ) এ মেলা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বিকালে রামগড়ে তথ্য বিভাগের মাধ্যমে উপজেলা প্রশাসনের এ সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি মাইকিং করে প্রচার করে।
রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাারিকুল হাকিম সাংবাদিকদের বলেন, সীমান্ত পারাপার ও নদীতে লোক সমাগম হতে দেবে না বিজিবি। এ ব্যাপারে কঠোর ভূমিকায় থাকবে বিজিবি। অন্যদিকে, সীমান্তের ওপার থেকে বিভিন্ন সূত্র জানায়। বারুণী মেলা উপলক্ষে সীমান্তে বিএসএফের পক্ষ থেকেও কড়া অবস্থানের সিদ্ধান্ত হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা বলেন, কোন অবস্থায়ই লোক সমাগম করা যাবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে সকলকে সচেতন ও সর্তক থাকতে হবে।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে তথ্য বিভাগ বিভিন্ন এলাকায় এ সংক্রান্ত উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তি মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে। রামগড়ের সহকারী তথ্য কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার জানান, শুক্র, শনি ও রবিবারেও এ প্রচারনা চালানো হবে।
প্রতি বছরই রামগড়-সাব্রুম সীমান্তের ফেনীনদীতে বারুণী স্নান উপলক্ষে দুই দেশের হাজার-হাজার মানুষের সমাগম হয়। ঐদিন অঘোষিতভাবে সীমান্ত খোলা থাকায় এপার-ওপারে যাওয়ার উদ্দেশ্যেই অধিকাংশ মানুষ বিভিন্ন স্থান থেকে এখাানে ছুটে আসেন। অবশ্য গত দুই বছর ভারতের তরফে কঠোর অবস্থানের কারণে সীমান্ত পারাপারের সুযোগ পায়নি কেউ।