• December 12, 2024

রামগড়ে বিএনপি প্রার্থীর ধানের শীষের গণসংযোগ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রচার-প্রচারণা,গণসংযোগ চালিয়েছেন ধানের শীষের বিএনপি প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ।

২২ ডিসেম্বর শনিবার সকালে রামগড়ের উপজেলার মাহবুবনগর,পাতাছড়া, নাকাপা, তৈচালা, রামগড় সদর উপজেলা, সোনাইপোল, খাগড়াবিল,বালুখালী,গৈয়াপাড়াসহ বিভিন্ন প্রত্যান্ত জনপদে প্রচারণা চলে। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগসহ পথসভা অংশ নেয় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু,সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সিনি: সহ-সভাপতি মো: নাসির শিকদার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুর রহমানসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ বলেন, আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের ভোট দিয়ে স্বৈরাচারী সরকারের হাত থেকে কারারুদ্ধ বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করার আহবান জানান।

গণসংযোগ কালে রামগড় বাজারে পুলিশ বক্সের পুলিশের সম্মূখে আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে বাজীর বিস্ফোরণ করে বাঁধা দেওয়াসহ বিভিন্ন জায়গায় হামলার চেষ্টার অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post