রামগড়ে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ১

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে অন্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। আটককৃত ব্যক্তির নাম টেট্টু চাকমা (৩৫) স

লক্ষ্মীছড়িতে বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের মতবিনিময় সভা
উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারকে বঞ্চিত করে পাচউবো’র ৪২ কোটি টাকার দরপত্র বাতিলের দাবি
লক্ষ্মীছড়িতে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের গণসংযোগ ও পথসভা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে অন্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। আটককৃত ব্যক্তির নাম টেট্টু চাকমা (৩৫) সে লক্ষীছড়ি উপজেলার উত্তর সরি এলাকার বাসিন্ধা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির নায়েক সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধা ৭ টা ৩০ মিনিটের সময় উপজেলার বাটনা শিবির এলাকায় অভিযান পরিচালনা করা হলে একটি দেশিয় তৈরী রাইফেলসহ তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে ইউপিডিএফর অস্ত্রধারী কালেক্টর বলে স্বীকার করেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।