রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
রামগড় প্রতিনিধি: ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন বিজিবি কতৃক অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ২রা আগষ্ট রাত আনুমানিক ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনস্থ কয়লার মূখ বিওপি’র সুবেদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি টহল দল ছোট ফরিংগা নামক স্থানে সীমান্ত হতে ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক এক ব্যক্তিকে ০১ টি প্লাষ্টিক বস্তা হাতে নিয়ে হেঁটে যেতে দেখে এবং তাকে দাড়াতে বললে লোকটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় ।
এসময় টহল দল উক্ত স্থান তল্লাশী করে ১ টি প্লাষ্টিকের বস্তায় ভারতীয়HE-MAN Ges MC-DOWELLS নামক ২৮ বোতল মদ উদ্ধার করে। মাদকদ্রব্য আটকের বিষয়টি জোরারগঞ্জ থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।