• July 27, 2024

রামগড়ে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

রামগড় প্রতিনিধি: “বিজ্ঞান ও প্রযুক্তি- অগ্রগতির মূলশক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় টাউন হলে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত।

উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কায়ছার, ওসি তদন্ত মনির হোসেন, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা জিনাত রেহানা, প.প.কর্তকর্তা মাসুদ মামুন, মৎস্য অফিসার বিজয় কুমার দাশ, সহযোগী প্রভাষক মংসাই মারমা, সাবেক সহকারী জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, দুপ্রক সভাপতি শাহআলম প্রমুখ। পরে অতিথিদ্বয় মেলায় স্কুল কলেজের আয়োজনের স্থলপরির্দশন করেন। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post