রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো: শহিদুজ্জামান এর সহযোগিতায় রবিবার(১৬ এপ্রিল)দুপুরে রামগড় উপজেলা প্রশাসন কার্
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো: শহিদুজ্জামান এর সহযোগিতায় রবিবার(১৬ এপ্রিল)দুপুরে রামগড় উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলায় ছয়টি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
ছয়টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ছিলো কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, বালুখালী উচ্চ বিদ্যালয়, শহীদ ক্যাপ্টেন কাদের( বীর উত্তম) বিদ্যানিকেতন, বিবেকানন্দ অনাথালয়, বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা, গুজাপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়। পরে বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় গিয়ে নিজহাতে ত্রাণ বিতরণ করেন।
এসময় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা উপস্থিত ছিলেন।