• September 11, 2024

রামগড়ে ব্যক্তি উদ্যোগে কাউন্সিলর বিষ্ণু দত্তের কম্বল বিতরণ

রামগড় প্রতিনিধি: রামগড়ে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করেছে রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিষ্ণু দত্ত।

৫ জানুয়ারী রবিবার বিকেলে রামগড় পৌরসভাস্থ গর্জনতলী নিজ বাড়ী ও শিব মন্দির প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয়। পৌর কাউন্সিলর বিষ্ণু দত্তকে প্রতি বছর নিজ উদ্যোগে এসব হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র,খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- আমার ভালো লাগে। সকলের দোয়ায় আমি প্রতিবছর এ কার্যক্রম যাতে অব্যাহত রাখতে পারি। সকলের কাছে সেই দোয়া চাই।

শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি লিংকন এ প্রতিনিধিকে জানান, কাউন্সিলর বিষ্ণু দত্ত শীতবস্ত্র ছাড়াও প্রতিবছর এলাকার হিন্দু মুসলিমদের ধর্মীয় উৎসবের সময় নিজ এলাকার অসহায়-দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য বস্ত্র দিয়ে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post