রামগড়ে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ও সপ্তাহব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

রামগড় প্রতিনিধি: রামগড়ে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে রামগড় আবাসিক এলাকাবাসীর আয়োজনে এবং রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ শুরু
দীঘিনালায় ২৯ তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
স্বর্ণপদক জয়ী অনিতা ত্রিপুরাকে আরো ৫০হাজার টাকা অনুদান দিয়েছে পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী

রামগড় প্রতিনিধি: রামগড়ে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে রামগড় আবাসিক এলাকাবাসীর আয়োজনে এবং রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ও শীতকালীন পিঠা উৎসব ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামালের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন, উপজেলা আ’লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর আ’লীগের সম্পাদক আব্দুল কাদের সহ প্রমুখ।

আমন্ত্রিত অতিথিরা টূর্ণামেন্ট উদ্বোধনের পর পিঠা দিয়ে সাজানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে রংতুলি একাডেমির সহযোগিতায় মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান পরিচালক রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন এ প্রতিনিধিকে জানান, রামগড়ের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার লক্ষে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পাশাপাশি প্রথমবারের মত ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজন সপ্তাহব্যাপী চলমান থাকবে।