• July 27, 2024

রামগড়ে মরহুম ইয়াছিনের কবরে যুবলীগ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

রামগড় প্রতিনিধি: রামগড়ের যুবলীগ নেতা মরহুম ইয়াছিন এর ২০তম মৃত্যুবার্ষিকীতে “ইয়াছিন স্মৃতি পরিষদ” ও তৎকালীন উপজেলা আ’লীগ সভাপতি- মুক্তিযুদ্ধা সংগঠক- এবং বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সদস্য সুলতান আহম্মদ এর ২২তম মৃত্যুবার্ষিকীতে “সুলতান আহম্মদ স্মৃতি পরিষদ” এবং উপজেলা যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে মরহুমের কবরে ২৮ জুন (শুক্রবার) সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, বাদজুমায় বিভিন্ন মসজিদে মিলাত ও দোয়া মাহফিল, কালো ব্যাজধারন, শোকর‌্যালি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রদ্ধাঞ্জলী কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের- সদস্য সচিব কাউন্সিলর- পৌর প্যানেল মেয়র ১ মো: আহসান উল্ল্যাহ, কাউন্সিলর বিষু দত্ত, আয়োজক-যুবলীগ ছাত্রলীগের নেতা রুবেল বড়ুয়া, সফিকুল আলম দুলাল, খাজা নাজিম উদ্দিন, সুপ্রিয় হালদার বুলবুল, লিটন দাশ, বুলবুল, দেবুব্রত র্শমা, রফিকুল আলম কামাল, আনোয়ার ফারুক, শাহআলম, ফারুক শাহ্, মরহুমের সন্তান আরমান, যন্তুু পাল, দিদার, ইকবাল, সুমন বড়ুয়া, শ্যামল ত্রিপুরা, রিপন ত্রিপুরা, ভবতোষ দেবনাথ, ইব্রাহিম, ক্যা: ফারুক, শাহআলম, শামছুল উদ্দিন মিলন।

উল্লেখ্য- ১৯৯৯ সালের ২৮ জুন বিকেলে এই দিনে রামগড় জালিয়াপাড়া প্রধান সড়কের মাহবুব নগর এলাকায় নৃশংসভাবে গুলি করে এবং জবাই করে হত্যা করা হয়েছিল যুবলীগ নেতা মোহাম্মদ ইয়াছিনকে। এ হত্যার ঘটনায় অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার সহ বিচারাধিন বিচার র্কায দ্রুত সম্পাদনের জন্য পরিবারের পক্ষ থেকে ও ইয়াছিন স্মৃতি পরিষদ এবং রামগড় উপজেলা যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post