Homeস্লাইড নিউজশিরোনাম

রামগড়ে মাছের পোনা অবমুক্তকরন

রামগড় প্রতিনিধি: সরকারের রাজস্ব খাতের পোনামাছ অবমুক্তকরন কর্মসূচীর আওতায় রামগড় উপজেলায় খাস ও সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সমবায় সমিতির

মানিকছড়িতে ইউএনওকে বিদায় সংবর্ধনা ও নবাগত স্কুল সভাপতিকে বরণ
মানিকছড়ির গবামারা প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন
খাগড়াছড়িতে অফিসার ইনচার্জসহ ৩ পুলিশের বিরূদ্ধে মামলা, আদালতে হাজির হবার নির্দেশ

রামগড় প্রতিনিধি: সরকারের রাজস্ব খাতের পোনামাছ অবমুক্তকরন কর্মসূচীর আওতায় রামগড় উপজেলায় খাস ও সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সমবায় সমিতির নিয়ন্ত্রনাধীন ও মালিকানাধীন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন ২০১৯ এর উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত।

রামগড় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লেক প্রাঙ্গনে মঙ্গলবার(২০ আগষ্ট) সকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জমান, রামগড় পৌর কাউন্সিলর মোঃ বাদশা মিয়া, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অঞ্জন কুমার দাশসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, এই কর্মসূচীর আওতায় ২৫০ কেজি মাছের পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে।