রামগড়ে মাদক বিরোধী অভিযান: আটক ৫ ব্যবসায়ী

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। ১ জুন শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের

হাফছড়ি ইউনিয়ন বিএনপি ইফতার মাহফিল ও পরিচিতি সভা
খাগড়াছড়িতে ‘মধুমেলায়’ কৃষি ব্যাংকের ১ কোটি ৯৪ টাকা ঋণ বিতরণ
জালিয়াপাড়া কওমী মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

১ জুন শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ তারেক আবদুল হান্নানের  নেতৃত্বে একটি দল কমপাড়া সওজ বিভাগের সামনে একটি সিএনজি অটোরিক্সাকে আটক করে তল্লাসী চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৫জনকে আটক করে। আটককৃতরা হল অফিসটিলার আব্দুল কুদ্দুসের ছেলে মকবুল হোসেন (৩৫), উত্তর গর্জনতলীর শাহআলমের ছেলে সিএনজি চালক মো: নুরুল নবী (২৪), শশ্মানটিলার আব্দুল মন্নানের ছেলে মো: নুর নবী (২৫), মহালছড়ির টিলাপাড়ার মৃত রাজেস্বর চন্দ্রের ছেলে উত্তম কুমার চন্দ্র (৪৬) ও মীরশ্বরাই জোরারগঞ্জের মৃত সাধন শর্মার ছেলে হারাধন শর্মা জীবন (৪৭)। এসময় আরেক মাদক ব্যবসায়ী শশ্মানটিলার আব্দুল হাই বাবুর্চির ছেলে বাদশা (২৬) পালিয়ে যায়।

রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক আব্দুল হান্নান জানান, আসামীদের ৪জন রামগড় থানার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। উক্ত ঘটনায় রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।