রামগড়ে মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 রামগড়ে মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় পৌরসভাধীন রামগড় প্রধান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২ হাজার পাচশত টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার(৬এপ্রিল)দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত মোবাইর কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় রামগড় থানার পুলিশ ফোর্স সহযোগিতা করেন।
 এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে যাচাই ও বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪টি প্রতিষ্ঠানকে দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post