রামগড়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ

রামগড়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি রামগড় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২২-২০২৩অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয় ও সমিতির মধ্যে মাছে

খালেদা জিয়া মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে শুরু হলো পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘বৈসাবি’
শিক্ষার্থীর জীবন বাঁচাতে এগিয়ে আসলো খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি রামগড় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২২-২০২৩অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয় ও সমিতির মধ্যে মাছের পোনা অবমুক্তকরন ও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে বৃহ:বার(১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা লেকে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য শতরূপ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ২ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শ্যামল ত্রিপুরা প্রমূখ।

উপজেলা মৎস্য অফিসার মো: মনোয়ার হোসেন এ প্রতিনিদিকে জানান- রাজস্ব খাতে অত্র উপজেলায় ১৬০কেজি ও ২০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ও সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়েছে।

এতে আরো উপস্থিত ছিলেন-মৎস্যচাষী -উপকারভোগী, সরকারী -বেসরকারী কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।