• February 19, 2025

রামগড়ে শিক্ষা অফিসারের সম্মানে বিদায় সংবর্ধনা

রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলা শিক্ষা অফিসারের সরকারী চাকুরীর জীবনে বিশেষ অবদান রাখায় শেষ র্কমদিবসে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিনের সম্মানে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

“বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়,সহকারী শিক্ষক সমিতি” রামগড় উপজেলা শাখার সভাপতি ও সহকারী শিক্ষক মুহা:আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু ইউছুফ-উম্্রাচিং চৌধুরী,সহ: শি: মো. ইয়াকুব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- সদ্য অবসর নিতে যাওয়া বিদায় শিক্ষা অফিসার গত ৩ বছর যাবৎ অত্র উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে নিষ্ঠার সাথে নিয়োজিত থেকে অসাধারণ অবদান রেখেছেন।

তাঁর অবদান উপজেলার সহকারী শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীসহ এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। এতে অরো বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদকি নজিাম উদ্দিন লাভলু, সহ:শি: শাহআলম। এসময় সহ: শি: মো.আলী আকবর আজাদ এর সঞ্চালনায় বিদায়ী স্বাগত বক্তব্য রাখেন সহ: শি: সুলতান আহম্মদ। পরে বিদায়ী শিক্ষকের সম্মানে ফুল ও বিদায় স্মারক এবং উপহার প্রদানসহ উপজেলার সকল সহ: শি: বৃন্দ উপহার তুলেদেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post