রামগড়ে শিশুক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দক্ষিন গর্জনতলী এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
জানা যায়, ২৭ আগস্ট সোমবার সন্ধ্যায় দক্ষিন গর্জনতলীর আবুল কাসেমের পুত্র মনছুর (২৫) ঐ এলাকার ৬ বছরের একটি শিশুকে ফুসলিয়ে পাশ্ববর্তী সয়েল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় এলাকার লোকজন দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মনছুরকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে। আসামী বর্তমানে জেলহাজতে রয়েছে।