• September 11, 2024

রামগড়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে কনিকা বড়ুয়া নির্বাচিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:  রামগড় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপ-নির্বাচনে পৌর কাউন্সিলর কনিকা বড়ুয়া বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

২৯ জানুয়ারী সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সংরক্ষিত ৯জন নারী সদস্য ভোট প্রয়োগ করে। নির্বাচনে পৌর কাউন্সিলর কনিকা বড়ুয়া হরিন প্রতিক নিয়ে ৫-৩ ভোটে জয়লাভ করে। ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাসুদ মামুন।

নির্বাচনে পৌর কাউন্সিলর কনিকা বড়ুয়া হরিন প্রতিক নিয়ে ও ১নং রামগড় ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মালেকা আক্তার রূপচাঁদা মাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post