• July 27, 2024

রামগড়ে সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

 রামগড়ে সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

রামগড় প্রতিনিধি: রামগড়ে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উদ্যাপন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১।

২৯ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য র্কমর্কতা বিজয় কুমার দাশ সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মৎস্য সপ্তাহ শুভ উ™ে¦াধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, ১নংইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার।

এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকরী কর্মকর্তা, মৎস্য চাষী, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক প্রমুখ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ এ প্রতিনিধিকে জানান- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড় পর্যটন লেকে আনুষ্ঠানিক ভাবে দুই হাজার পোনা অবমুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার ১৫ জন সফল মৎস্য চাষীদের হাতে অতিথিদ্বয় প্রাকৃতিক দানাদার জিওরিচ- পুরস্কারসহ ক্রেস্ট প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post