• July 27, 2024

রামগড়ে সরকারী নির্দেশ অমান্য করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

 রামগড়ে সরকারী নির্দেশ অমান্য করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রামগড় প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় খাগড়াছড়ির রামগড়ে ৫ বিপনী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১১ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার পর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। এসময় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর বিদুৎ জ্বালিয়ে দোকান খোলা রেখে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর দায়ে শফি কোম্পানী মার্কেটের মা শাড়ি হাউজ, সোমা ইলেক্ট্রনিক, ব্লু ড্রিম, রা ভাইব ও সাদিয়া ফ্যাশন এ ৫টি প্রতিষ্ঠানকে ১হাজার করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন,বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে রামগড় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করা জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post