• September 14, 2024

রামগড়ে সাংবাদিকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: রামগড়ে এক সাংবাদিকের বাড়িতে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপাস্থ রসুলপুর গ্রামে আনন্দ টিভির খাগড়াছড়ির ভিডিও জার্নালিষ্ট ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ঘরের প্রায় খানিকটা অংশ পুড়ে যায়। তবে ঐ সময় বাড়িতে কেউ ছিলেন না।

সাংবাদিক সাইফুল জানান, সাংবাদিকতা ছাড়াও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং রামগড় শাখার আহ্বায়কের দ্বায়িত্ব পালন করে আসছেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে লেখালেখির কারণে হয়তো কেউ শত্রুতাবশত এ কাজ করতে পারে। নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়রা এগিয়ে আসায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post