• July 27, 2024

রামগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা- সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা  শীর্ষক সেমিনার

 রামগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা- সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা  শীর্ষক সেমিনার

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা- সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২০ জুন সকাল সাড়ে ১১টায় পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা- সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলার উপপরিচালক  মো: জসীম উদ্দীন।

এসময় আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, ইউএনও মমতা আফরিন,  আলোচক- জেলা সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ি’র সহকারী পরিচালক বেগম রোকেয়া বেগম, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান,

শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারী- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, পৌর কাউন্সিলর, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post