রামগড়ে ৮ ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ

রামগড়ে ৮ ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড় উপজেলা সমাজসেবা ও শহর সমাজেসবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আ

রামগড়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১
মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দু:স্থ্য ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
মানিকছড়িতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড় উপজেলা সমাজসেবা ও শহর সমাজেসবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় রামগড় উপজেলায় ৮ ভিক্ষুক(প্রতি জনকে) দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় পরিষদ হল সংলগ্ন আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি থেকে ভিক্ষুকদের মাঝে ছাগলসহ রশি হাতে তুলেদেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও সভাপতি ইউএনও মমতা আফরিন।

উপজেলা শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ইউএনও মমতা আফরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মিজানুর ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, ১নং সদর ইউপি চেয়ারম্যান শাহআলম, শহর ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারী, উপকারভোগী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা ও সাংবাদিক তুহিন নিজাম।

সভায় বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। ভিক্ষাবৃত্তি ছেড়ে তারা যাতে সম্মানজনক পেশায় নিজেকে নিয়োজিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে জন্যই সরকারের এই বিশেষ উদ্যোগ। এর ফলে ভিক্ষুকরা আজ সুফল পাওয়া অব্যাহত রয়েছে।