• February 13, 2025

রামগড় কেন্দ্রীয়  কালীবাড়ি’র  নব গঠিত পর্ষদের সভাপতি  বিশ্ব প্রদীপ কুমার কারবারী  ও সম্পাদক শুভাশীষ দাশ

 রামগড় কেন্দ্রীয়  কালীবাড়ি’র  নব গঠিত পর্ষদের সভাপতি  বিশ্ব প্রদীপ কুমার কারবারী  ও সম্পাদক শুভাশীষ দাশ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির  রামগড় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন কেন্দ্রীয় মন্দির  শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পরিচালনা পর্যদ গঠিত হয়েছে। নব গঠিত পর্ষদের সভাপতি হয়েছেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ।
১১ সেপ্টেম্বর রোববার রাতে দক্ষিণেশ্বী কালীবাড়ির অফিস কক্ষে উপদেষ্টা পর্ষদের বৈঠকে আগামী তিন বছরের জন্য নতুন পরিচালনা পর্যদের নাম ঘোষনা করেন।
প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শী ‘র সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যের  সন্মতিক্রমে এ পরিচালনা পর্ষদ গঠন করা হয়। কমিটি গঠন শেষে প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শীল আশা প্রকাশ করেন নতুন পরিচালনা পর্যদ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আর্থ সামাজিক উন্নয়ন ও সুষ্ঠুভাবে প্রাচীন মন্দির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post