• February 13, 2025

রামগড় জোনে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রামগড় প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ আগস্ট বুধবার সকালে জোন সদরে আয়োজিত প্র্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিব উদ্দিন খান।

http://https://youtu.be/jOcr06okovE

৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নুরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামসের উদ্দিন, ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন উপ অধিনায়ক মেজর রফিকুল ইসলাম, রামগড় জোন উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবির, গুইমারা সেক্টরের জিটুআই মেজর হামিদুর রহমান, গুইমারা রিজিয়নের জিটুআই ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূইয়া, রামগড় পৌর সভার মেয়র মোহাম্মদ শাহজাহান, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু“ মারমা সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ।

পরে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কেক কাটা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। ২০০২ সালের পহেলা আগষ্ট চট্টগ্রামের হালিশহরে প্রতিষ্ঠা করা হয় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post