রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু বিতরণ

রামগড় প্রতিনিধি: বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রামগড় জোন সদর দপ্তরে আয়োজিত অনুদ

মহালছড়িতে ‘বিজু কাপ ফুটবল টুর্ণামেন্ট’ পুরস্কার বিতরণ
ঈদ উপলক্ষে মহালছড়ি জোনে ঈদ শুভেচ্ছা
লক্ষ্মীছড়িতে পুলিশের অভিযানে ৪ গাঁজা সেবনকারি আটক

রামগড় প্রতিনিধি: বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রামগড় জোন সদর দপ্তরে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হুমায়ুন কবীর এ গবাদি পশু বিতরণ করেন। তৈচালাপাড়াস্থ মোঃ জহির আহমেদ এর স্ত্রী দুস্থ্য মহিলা মোছাঃ হোসনে আরা বেগমের হাতে বাছুরসহ একটি গাভী গরু তুলে দেন।
জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হুমায়ুন কবীর জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি স্থানীয় জনগনের আর্ত সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে।