রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু বিতরণ

রামগড় প্রতিনিধি: বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রামগড় জোন সদর দপ্তরে আয়োজিত অনুদ

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে প্রার্থীদের চলছে নির্ঘুম প্রচারণা
উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দিত মানিকছড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
খাগড়াছড়ি জেলা কমিটির আওয়ামীলীগ’র পরিচিতি সভা

রামগড় প্রতিনিধি: বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রামগড় জোন সদর দপ্তরে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হুমায়ুন কবীর এ গবাদি পশু বিতরণ করেন। তৈচালাপাড়াস্থ মোঃ জহির আহমেদ এর স্ত্রী দুস্থ্য মহিলা মোছাঃ হোসনে আরা বেগমের হাতে বাছুরসহ একটি গাভী গরু তুলে দেন।
জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হুমায়ুন কবীর জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি স্থানীয় জনগনের আর্ত সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে।