রামগড় জোন ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ

রামগড় জোন ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ

রামগড় প্রতিনিধি: শুক্রবার ১ সেপ্টেম্বর ২০২৩ আনুমানিক সাড়ে ১২ টার সময় রামগড় জোন ৪৩ বিজিবি এর অধীনস্থ রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ঠান্ডু মিয়া

পানছড়িতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সমাবেশ
রামগড় সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠক
খাগড়াছড়িতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু

রামগড় প্রতিনিধি: শুক্রবার ১ সেপ্টেম্বর ২০২৩ আনুমানিক সাড়ে ১২ টার সময় রামগড় জোন ৪৩ বিজিবি এর অধীনস্থ রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ঠান্ডু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত দারোগাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

রামগড় জোন ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত টহল চলমান রয়েছে। এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।