রামগড় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি রামগড় করেরহাট সড়কের কালাপানি এলাকায় ট্রাকের চাপায় মিজানুর রহমান(২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার(২৭ অক্টোবর) সন্ধার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ পানুয়া গ্রামের মনির হোসেনের ছেলে।
জানাযায়, শনিবার বিকাল ৩টার দিকে বালুটিলা যাওয়ার সময় কালাপানি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক(নম্বর ফেনী-ট-১১-০৫৫১) মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজান ঘটনাস্থলে মারা যায়। মিজান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। দুর্ঘটনার পর কয়লা চেক পোস্টের বিজিবি ঘাতক ট্রাকটি আটক করেছে।