রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: তথ্য অফিস রামগড়ের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে " স্মার্ট বাংলাদেশ বিনির্মা
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: তথ্য অফিস রামগড়ের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল , অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া, সাংবাদিক শাহাদাত হোসেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,ধর্মীয়নেতৃবৃন্দ,হেডম্যান-পাড়া কার্বারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
COMMENTS