রামগড় থানা পুলিশের করোনা ভাইরাসের জনসচেতনতা অভিযান
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ” আতংক, গুজব, ভয় নয় সচেতনতাই প্রতিরোধের সবোর্ত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় থানা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে থানার প্রবেশদ্বারে বসানো হয়েছে বেসিন। সেখানে রাখা আছে হ্যান্ডওয়াশ। আর বেসিনের পাশেই ঝুলানো রয়েছে একটি ব্যানার। যেখানে নির্দেশনা দেয়া হয়েছে, আতংক, গুজব, ভয় নয় সচেতনতাই প্রতিরোধের সবোর্ত্তম উপায়।
ইতিমধ্যে সচেতনতার লক্ষে থানায় প্রবেশের মুখে পুলিশ সদস্যসহ সেবাপ্রার্থীদের বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ বাধ্যতামূলক করেছে রামগড় থানা পুলিশ। সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবাপ্রার্থী ও পুলিশ সদস্যরা হ্যান্ডওয়াশ দিয়ে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করবেন আশা ওসি’র রামগড় থানা অফিসার ইনর্চাজ সামসুজ্জামান এ প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে হাত ধোয়াতে উৎসাহিত করা হয়েছে। এর মাধ্যমে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি অন্যকেও সুস্থ রাখা যায়।
পাশাপাশি থানায় আগত সেবাপ্রার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে। সচেতনতার লক্ষে সোমবার(২৩ মার্চ) থেকে রামগড় বাজার, সোনাইপুল ও কালাডেবা বাজারে ওসির নেতৃত্বে লিফলেট বিতরণ অব্যাহত রেখে রামগড় থানা পুলিশের জোয়ানরা। এদিকে-উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা,স্বাস্থ্যবিভাগ প্রচার প্রচারনা অব্যাহত রেখেছে। এসময় তদন্ত ওসি মনির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।