রামগড়ে পুলিশের অভিযানে ৩ শিলং জুয়াড়ী আটক
রামগড় প্রতিনিধি: রামগড়ে অভিযান চালিয়ে ৩ অনলাইন শিলং জুয়াড়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার ফেনী নদীর কুল এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ একটি দল ঝটিকা অভিযান চালিয়ে চৌধুরীপাড়ার মৃত মাহবুবুর রহমানের পুত্র মোঃ শহিদুল ইসলাম (৪৪), গর্জনতলী এলাকার মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ ওসমান হোসেন (৩৫) ও বল্টুরামটিলার মৃত জাফর হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন (৩০)কে হাতে-নাতে আটক করে। এসময় তাদের তল্লাসী করে জুয়া খেলার সরঞ্জাম, ১টি মোবাইল ফোন ও নগদ এক হাজার আশি টাকা উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, আটককৃতদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।