• November 12, 2024

রামগড় প্রধান সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 রামগড় প্রধান সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ভারসাম্যহীন অজ্ঞাত  এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।  ২ অক্টোবর সোমবার সকালে রামগড় উপজেলাস্থ যৌথখামার এলাকায় আব্দুল মোমেনের আনারস বাগান সংলগ্ন রামগড়-জালিয়াপাড়া প্রধান সড়কের ডান পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সড়কটিতে এক পাশে লাশ দেখতে পেয়ে পথচারীরা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে দেখেন এবং লাশটি উদ্ধার করে। লাশটির বয়স আনুমানিক (৫০) বছর। তার ডান হাতের কনুই থেকে নিচের অংশ পূর্ব থেকে নেই।তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাতনামা এক ভারসাম্যহীন ব্যক্তির। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post