রামগড় বিজিবি’র উদ্যোগে ইফতার মাহফিল

রামগড় প্রতিনিধি: রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত হয়েছে। ৪৩ বিজিবি জোন কমান্ডার লে:

শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত খাগড়াছড়িতে
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে স্বাস্থ্য সেবা ও খাদ্য সহায়তা প্রদান
লক্ষ্মীছড়ি জোনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ

রামগড় প্রতিনিধি: রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত হয়েছে। ৪৩ বিজিবি জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসীব, পলাশপুর ৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান, যামিনীপাড়া ২৩ বিজিবি অধিনায়ক মাহমুদুল হক, গুইমারা বিজিবি হাসপাতালের পরিচালক লে: কর্ণেল সাদীক, গুইমারা বিজিবি সেক্টর জিটু মেজর আবদুল হামিদ, জোন উপ-অধিনায়ক মেজর মো: হুমায়ুন কবীর,  রামগড় উপজেলা চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম ভূঁইয়া, , রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো: আল-মামুন মিয়া, রামগড় পৌরসভার মেয়র কাজী মো: শাহজাহান, থানার অফিসার ইনচার্জ তারেক আব্দুল হান্নানসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। ইফতারের আগে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিজিবি মসজিদের পেশ ইমাম।