রামগড় সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
রামগড় প্রতিনিধি: ২ জুলাই রোববার আনুমানিক ভোর সাড়ে ৪ টায় ৪৩ বিজিবি রামগড় জোন এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত বড়ই বাগান নামক স্থান থেকে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যথাযথ কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, আটককৃত মাদকদ্রব্য রামগড় থানায় জিডি এন্ট্রি করতঃ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর জোনে জমা রাখা হয়েছে।
লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+, জোন কমান্ডার, রামগড় জোন বলেন-দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানসহ মাদক পাচারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।