রামগড় হাসপাতাল পরিদর্শনে চট্রগ্রাম বিভাগীয় স্থাস্থ্য পরিচালক
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর।
সকাল ১০টায় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, এমএইচভি, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সাথে কথা বলে হাসপাতালটির বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি এ সময় ল্যাব রুম, এক্সরে রুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
পরে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেনসহ মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শণ ও এক মতবিনিময় সবায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, এমওসিএস ডাঃ টুটুল চাকমা ও রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন ।