• February 19, 2025

রাষ্ট্রীয় পদক প্রাপ্ত মানিকছড়িতে আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতাকে সংর্বধনা

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২ র্মাচ সোমবার সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদক প্রাপ্ত ইউনিয়ন দলনেতা মো. ছিদ্দিকুর রহমানকে সংর্বধনা দিয়েছেন মানিকছড়ি উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকছড়ি আনসার ও ভিডিপি কার্যালয় ও ৪টি ইউনিয়নের সংগঠন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. গোলাম রব্বানী, উপজেলা প্রশিক্ষক শেখ মো. শোয়েব, এছাড়া উপজেলার আনসার কোম্পানী কমান্ডার, ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও হীল ভিডিপি‘র সকল প্লাটুন কমান্ডারগন উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ১৩ ফেব্রুয়ারী ঢাকা গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে ৪০তম জাতীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করেন। তিনি অসীম সাহসিকতা, সততা ও নিষ্ঠার জন্য তাকে এ পদকে ভূষিত করা হয়। বাংলাদেশ ভিডিপি পদক প্রাপ্ত মো. ছিদ্দিকুর রহমান উপজেলার চেংগুছড়া গ্রামের মো. ইদু মিয়া ও আফিয়া খাতুনের ২ (দুই) ছেলে ও ৪(চার)মেয়ের মধ্যে তিনি ৫ম সন্তান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post