• October 7, 2024

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী

স্টাফ রিপোর্টার: হাজারো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় চীরনিদ্রায় শায়িত হলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী। শুক্রবার বাদ আছর খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন,  সদর উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, রিজিয়নের প্রতিনিধি, সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়। পরে জানাজা শেষে  খাগড়াছড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টায় জেলা সদরের মধুপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তৎকালীন রামগড় সাব-ডিভিশন কমান্ডার ও মহকুমা প্রশাসকের বাংলোয় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে ছিলেন।

এছাড়াও তিনি ১৯৭১ সালের ৭ ডিসেম্বর থেকে একাধারে মহকুমা ও জেলা আওয়ামীলীগের ২২ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post