রোডমার্চ সফল করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির প্রস্তুতি সভা

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

রোডমার্চ সফল করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: আগামী ৫ অক্টোবর ফেনী-মিরশ্বরাই-চট্টগ্রাম রোডমার্চ সফল করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়েছে। অবৈধ সরকারের পদত

লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচি: ক্রেতা-বিক্রেতা ছিলো কম !
করোনা পরিস্থিতিতে মানিকছড়িতে বিএনপি’র উদ্যোগে ‘উপহার সামগ্রী’ বিতরণ
গুইমারায় রিজিয়নের উদ্যোগে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার: আগামী ৫ অক্টোবর ফেনী-মিরশ্বরাই-চট্টগ্রাম রোডমার্চ সফল করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়েছে। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ৫ অক্টোবর কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্রগ্রাম রোড মার্চ সফল করার লক্ষ্যে ১ অক্টোবর রোববার বিকেলে খাগাড়ছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ওয়াদুদ ভূইয়া। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,   জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম আলম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান,  জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া ও জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার প্রমুখ।

এছাড়াও জেলার সিনিয়র নেতৃবন্দ, পৌর ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।