• December 9, 2024

লংগদুতে আনসার-ভিডিপি সমাবেশ

মোঃ আব্দুর রহমি,লংগদু(রাঙ্গামাটি): লংগদু উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ‘‘উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ’’২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

১২ডিসেম্বর লংগদু উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় সভাপতিত্ব করেন। উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাইট্টাপাড়া ১আনসার ব্যাটালিয়নের কমান্ডার আবু বক্কর ছিদ্দিক, রাঙামাটি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত।

শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে এবছর লংগদুতে ৩০জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাকে বাইসাইকেল সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post