Homeস্লাইড নিউজশিরোনাম

লংগদুতে আন্তর্জাতিক মাদক বিরোধী আলোচনা সভা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা

রামগড়ে নুরজাহান স্মৃতি মেধা বৃত্তি প্রদান
জাতীয় ভোটার দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা
মানিকছড়িতে মোটরসাইকেল চালক সমিতির বর্ষপূর্তি উদযাপন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

২৬জুন মঙ্গলবার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, লংগদু স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বড়ুয়া।

শেষে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মাঝে আয়োজীত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের অতিথিগন পুরস্কার তুলে দেন। এর পর মাদক সেবনের পরিনিতি নিয়ে নির্মিত প্রামাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়।