• February 19, 2025

লকডাউন সচেতনতায় প্রশাসনের সাথে মাঠে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস

 লকডাউন সচেতনতায় প্রশাসনের সাথে মাঠে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস

স্টাফ রিপোর্টার: করোনা মহামারীর ঊর্ধ্বগতির ফলে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে রয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। পাশাপাশি জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রশাসনের সাথে কাজ করছে।

২জুলাই শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন স্থানে রোভার সদস্যরা বাইরে বের হওয়া জনসাধারণকে বিভিন্ন বার্তা প্রদানের পাশাপাশি মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক কিউট চাকমা, রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, জেলা রোভার ও গার্ল ইন রোভারের সদস্যরা।

খাগড়াছড়ি জেলা রোভারের সম্পদক মোঃ দুলাল হোসেন জানান, বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার সবসময় সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির ফলে জনসাধারণকে আরো বেশি সচেতন করতে প্রশাসনের সাথে আমরা মাঠে নেমেছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post