• September 11, 2024

লক্ষীছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

 লক্ষীছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়িতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী এসএমজি ও ১টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

১৯ ফেব্রুয়ারি সোমবার সকালের দিকে লক্ষীছড়ি থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে লক্ষীছড়ি বাজার এলাকায় অবস্থানকালে ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে জনৈক ব্যক্তি মোবাইল ফোনে জানান যে, ১নং লক্ষীছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের ময়ূরখীলস্থ ফিরোজের আম বাগানের ভিতর পাহাড়ের ঢালুতে কে বা কাহারা পরিত্যক্ত অবস্থায় ১টি এসএমজি ও ৫ রাউন্ড গুলি রেখে গিয়াছে। উক্ত সংবাদ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টির সহায়তায় ঘটনস্থলে গেলে ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ১টি দেশীয় তৈরী এসএমজি, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আদালতের অনুমতিক্রমে জেলা পুলিশ লাইন্স অস্ত্রাগারে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post