• January 24, 2025

লক্ষীছড়িতে ছাগল-মুরগী পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

 লক্ষীছড়িতে ছাগল-মুরগী পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মো: রাজু আজম: লক্ষীছড়িতে ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল পালন, দেশী মুরগী পালন ও ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করেছে লক্ষীছড়ি উপজেলা পরিষদ।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কমিউনিটি সেন্টারে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণে দুই ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রশিক্ষণটি বাস্তবায়ন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপজেলা কমিটি এবং সহায়তা করেছে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুপর্ণা দে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post