• October 12, 2024

লক্ষীছড়িতে ভোট গ্রহণ শেষ, চলছ গণণা

 লক্ষীছড়িতে ভোট গ্রহণ শেষ, চলছ গণণা

 স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও পরে প্রভাব বিস্তারের অভিযোগে  ২টি কেন্দ্র ভোট গ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন চলে বিকাল ৪টা পর্যন্ত।

লক্ষ্মীছড়ি উপজেলায় কেন্দ্রগুলোর নাম ও ভোটার সংখ্যা উল্লেখ করা হলো – লক্ষ্মীছড়ি ইউনিয়নে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৪৭৪ ভোট), লক্ষ্মীছড়ি সরকারি কলেজ (১৯০৮ভোট), মংহলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(২৮১৯ ভোট), যতিন্দ্রকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(২৩১৪ ভোট) ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র(১০৭৫ ভোট)। দুল্যাতলী ইউনিয়নের কেন্দ্রগুলো হলো দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(৩২২২ভোট), দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৬০৯ভোট), জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৫৪৯ ভোট)। বর্মাছড়ি ইউনিয়নের কেন্দ্রগুলো হলো বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়(৮০৬ ভোট), মুক্তাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১৪৫৬ভোট), কুতুপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১৪৬৩ ভোট), ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়(১১০৭ভোট ও লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়(৯২০ ভোট)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post