লক্ষ্মীছড়িতে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম ত্বরান্বিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা সম্মেলন কক্ষে যুব রেড ক্রিসেন্ট লক্ষীছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রণব পোদ্দার।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় যুবপ্রধান তামিম মোল্লা ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সভার মাধ্যমে লক্ষীছড়ি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।