লক্ষ্মীছড়ি জোন কর্তৃক প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসরত শীতার্ত ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন কর্তৃক বার্মাছড়ি মুখ এবং উত্তর শুকনাছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হয়। শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত কর্মসূচি বাস্তবায়নে লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মোট ৪৫ জন নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে শীতজনিত কষ্ট লাঘবের পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে সহমর্মিতা ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলাকালে স্থানীয় জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয় এবং তাদের সার্বিক খোঁজ খবর নেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ ও আনন্দ প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।