লক্ষীছড়িতে “ফায়ার সপ্তাহ” উদযাপন

 লক্ষীছড়িতে “ফায়ার সপ্তাহ” উদযাপন

স্টাফ রিপোর্টার:  "দুর্ঘটনা–দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" ১৫ – ১৭ নভেম্বর সারা দেশের নেয় এই স্লোগানের মধ্যে দিয়ে ফায়ার সপ্তাহ ২০২২ উদ়

১৫ আগষ্ট উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপন কর্মসূচি
‘চাইল্ড হেল্প লাইন ১০৯৮ শীর্ষক’ সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপি কর্মশালা লক্ষ্মীছড়িতে
দীঘিনালায় লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:  “দুর্ঘটনা–দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” ১৫ – ১৭ নভেম্বর সারা দেশের নেয় এই স্লোগানের মধ্যে দিয়ে ফায়ার সপ্তাহ ২০২২ উদ়যাপন করে লক্ষীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: ইশতিয়াক ইমন।  আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রফিক আহম্মেদ ও স্টেশন লিডার মনি ত্রিপুরা |

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফায়ার স্টেশন পরিদর্শন শেষে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সারা দেশের ফায়ার সার্ভিসের প্রশংসা করে বলেন, সর্বদা ফায়ার সার্ভিসের সকল সদস্য বৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের উপকারে সব সময় সজাগ থেকে নিরলসভাবে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে।