• June 21, 2025

লক্ষীছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উদযাপন

তনয় চক্রবর্ত্তী, লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ঘটিকায় উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজুসহ লক্ষীছড়ি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র লিডার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: ছলিম উল্লাহ চৌধুরী বলেন, সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে সজাগ ও সচেতন হতে হবে এবং আগুন নির্বাপনের বেপারে সতর্ক থাকার আহবান জানান তিনি। এসময় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post